বরিশালে আবাসিক হোটেল স্বাগতমে চলছে মাদক ব্যবসা: ইয়াবাসহ আটক-১

জুলাই ০৫ ২০২৫, ০৯:৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ব্যানিজিক এলাকার মধ্যে পোর্ট রোর্ড এলাকাটি একটি গুরুত্বপূর্ন স্থান। আর এই স্থানটি থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। লঞ্চঘাট থেকে পোর্ট রোডে যেতে হলে প্রথমেই সামনে পরেন ভূমি অফিস। ঠিক তার বিপরীতে দেখা মেলো হোটেল স্বাগতম। যেখানে দিন রাত ২৪ ঘন্টাই চলে দেহ ব্যবসা থেকে শুরু মাদক ব্যবসা।  শুধু স্বাগতমই নয় তার পাশের হোটেল গুলোরও একই অবস্থা যা সরজমিনে না গেলে কেউ বিশ্বাস করবে না।
এমনই একটি অভিযোগের বিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি’র একদল চৌকস পুলিশ সদস্যদের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক হয়।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেনের এমন সাহসীকতা অভিযানিক টিমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। আটককৃত সাগর মোল্লা ওরফে শফিকুল ইসলাম (২৭) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কাদিরাবাদ এলাকায় মৃত ইয়াসিন মোল্লার পুত্র।

শনিবার (৩০ জুন) কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্ব এএসআই আবদুল কাইয়ুম, এএসআই আমিনুল, এএসআই বোরহান উদ্দিন এবং এএসআই মাহবুবের একটি চৌকসটিম রাত ১১টার দিকে এই অভিযান পরিচালনা করে।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বিসিসি ভূমি অফিসের বিপরীত পাশে অবস্থিত স্বাগতম হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। এসময় সাগর মোল্লার কাছ থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

অভিযুক্ত বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও