আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচ-জামায়াত

জুলাই ০৫ ২০২৫, ০১:৪৮

  1. আমার বরিশাল ডেস্ক :বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন “জামায়াতে ইসলামী এখন নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন, আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।

তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে আমাদের আর্থিক, মানসিক ও দৈহিক কুরবানীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩ টায় কাজীরহাট থানা জামায়াত কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাজীরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজীরহাট থানা তত্ত্বাবধায়ক এ্যাডভোকেট মোঃ আজম খাঁন এবং জেলা জামায়াতের প্রচার-মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ।

সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও