বরিশালে যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

এপ্রিল ০৫ ২০২৫, ১৬:৪০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মেহেন্দীগঞ্জের কালাবদর ও মেঘনার শাখা নদীর (মোহনা) নদীতে অভিযান চালিয়ে পাতা অবস্থায় প্রায় ১২ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ ধরার ২ টি পাই জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজ শনিবার দুপুরে এ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তর এবং হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে কালাবদর ও মেঘনার শাখা নদী থেকে জাটকা ইলিশ ধরার দুইটি বিশাল বড় জাল জব্দ করা হয়।

তিনি আরো জানান, এতে মৎস্য সম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও