বরিশালে যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
এপ্রিল ০৫ ২০২৫, ১৬:৪০

আজ শনিবার দুপুরে এ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তর এবং হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে কালাবদর ও মেঘনার শাখা নদী থেকে জাটকা ইলিশ ধরার দুইটি বিশাল বড় জাল জব্দ করা হয়।
তিনি আরো জানান, এতে মৎস্য সম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’