বরিশালে বিএনপি’র মশাল মিছিল

ফেব্রুয়ারি ০৬ ২০২৫, ২৩:১৫

মেহের আফরোজ শাওন

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ‘খুন, গুম, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ড ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে ২৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সিএন্ডবি পোল এলাকা থেকে শুরু করে চৌমাথা বাজার পুনরায় সিএন্ডবি পোল গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার দাবি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

২৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ‘খুন, গুম, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ড ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তারই বহিঃপ্রকাশ হিসেবে ছাত্র-জনতা মিলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসরদের বাড়িঘর ভাঙচুর করছে। পরবর্তীতে যাতে বাংলাদেশে নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের হুঁশিয়ারি দিতে আমাদের এই মশাল মিছিল।

২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী হায়দার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক সোহরাব হোসেন বলেন, এসব গণহত্যাকারীকে এই বাংলায় নতুন করে পুনর্বাসিত করার সুযোগ দেওয়া হবে না। এই স্বাধীন বাংলাদেশকে রক্ষায় আমরা বদ্ধপরিকর।

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরের সিএন্ডবি ১ নং পোল  এলাকা থেকে মিছিল শুরু হয়ে হাতেম আলী কলেজ চৌমাথা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিছিল শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন নগরীর ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সহ-সভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কালু ২৩ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন রিপন সহ-সভাপতি  লিমন প্রমুখ। মিছিলে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয় এবং সরকারের বিচারের দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও