ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ
নভেম্বর ২১ ২০২৩, ১৪:০৩

ভোলা প্রতিনিধি।। ভোলার ইলিশায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করল কোস্ট গার্ড দক্ষিণ জোন। আজ (মঙ্গলবার ২১ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদ এলাকায় অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম,এএমসি। এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইন শেষে উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন কর্তৃক নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন।