মসজিদের মোটর চুরি করতে গিয়ে ধরা পড়লো সিদ্দিক
নভেম্বর ০৩ ২০২২, ০১:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেরপুরের নকলায় মসজিদের পানি তোলার মোটর চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এক তরুণ।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় নকলা উপজেলা পরিষদের মসজিদে চুরির সময় তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত তরুণ সিদ্দিক (৩২) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাঘেরকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক সন্ধ্যার পর চুরির উদ্দেশ্যে উপজেলা পরিষদের মসজিদে যায়। এসময় ওযু করার ছলে মসজিদের মোটর চুরি করার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে তাকে মারধর করে। পরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের গার্ডরা সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, মসজিদের মোটর চুরির ঘটনায় সিদ্দিক নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আ/ মাহাদী