বরিশালে ধর্ষণের ঘটনা দুই লাখ টাকায় সমঝোতা
নভেম্বর ০২ ২০২২, ২০:৩৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনা দুই লাখ টাকায় সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের জাগরনী বাজার এলাকায় সালিশ বৈঠকে এ সমঝোতা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে বাটামারা ইউনিয়নের আনন্দবাজার স্লুইসগেট এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন।
উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের আলমগীর সরদারের ছেলে রাহাত সরদার ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওই গৃহবধূর।
সালিশের সমন্বয়কারী স্থানীয় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ষণের সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূ ও অভিযুক্ত দুপক্ষই গরিব।
গৃহবধূর স্বামী-সন্তান রয়েছে। তারা মামলা কিংবা আদালতের দ্বারস্থ হতে চান না। তাই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রাহাত সরদার জানান, গৃহবধূর পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে। এজন্য গৃহবধূর পরিবার ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে তার।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, গত সোমবার সন্ধ্যায় গৃহবধূ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগ করেছেন।
মঙ্গলবার তাকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছিল। থানা থেকে যাওয়ার পর গৃহবধূ আত্মগোপন করেছেন। তবে সালিশ বৈঠকে ধর্ষণের ঘটনা সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
আ/ মাহাদী