নানান আয়োজনে বরিশাল সাংবাদিক কল্যান পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নভেম্বর ০১ ২০২২, ২০:২৬

এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি ॥ নানান আয়োজনে বরিশাল সাংবাদিক কল্যান পরিষদ এর ৪ র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পালিত কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, অতিথিদের মাঝে সম্মাননা স্মারক, অসুস্থ সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান, মধ্যহ্ন ভোজ, সাংবাদিক পেশায় বিশেষ অবদানের জন্য সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক, আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন এবং নিজস্ব শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ লা নভেম্বর সকাল ১০ টায় বরিশাল শহরের প্রাণকেন্দ্রের নবগ্রাম রোড চৌমাথার এ্যারাবেলা চাইনিজ এর সভা কক্ষে অত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বাদল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সমাজ সেবার উপ-পরিচালক আল মামুন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক বিসিসির কাউন্সিলর এস এম জাকির হোসেন ও বরিশাল তথ্য অফিসার পিআইডি রিয়াদুল ইসলাম ও অত্র সংগঠন এর উপদেষ্টা যায় যায় দিন এর বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, দৈনিক মতবাদ এর বার্তা সম্পাদক মেহেদী হাসান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যান পরিষদ এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও দৈনিক কলমের কন্ঠ’র ঝালকাঠি প্রতিনিধি এস এম রাজ্জাক পিন্টু, ভোলা সভাপতি মিজান, পটুয়াখালী সভাপতি মোস্তাক, পিরোজপুর সভাপতি ইসমাইল সহ প্রমুখ। দ্বি-বার্ষিক কাউন্সিলে মোঃ বাদল হাওলাদার কে সভাপতি ও আসাদুজ্জামান সোহাগ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করে অত্র সংগঠন এর উপদেষ্টা যায় যায় দিন এর ব্যুরো প্রধান আরিফুর রহমান। অতিথিদের কাছ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল আঃ রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিসিসি সাবেক কাউন্সিলর এস এম জাকির হোসেন।
অপরদিকে অতিথিদের মাঝে ক্রেষ্ট তুলে দেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ বাদল হাওলাদার। বক্তারা অত্র সংগঠন এর উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন পাশাপাশি অত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বাদল হাওলাদার এর সাহসী ও ভূয়সী প্রশংসা করে আজীবন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।