স্থগিতাদেশ প্রত্যাহার করায় ছাত্রদলের মটরসাইকেল শোভাযাত্রা

নভেম্বর ২৪ ২০২৫, ১৬:১০

বরিশাল ॥ র্দীঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদ ফিরে পেয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীতে মটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রা ও একটি মিছিল নিয়ে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন। পরে দলীয় কার্যলয়ে জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।

এসময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর ভাইর সভাপতি পদ স্থগিত করা হয়েছিলো। এর র্দীঘ ৯ মাস পর দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী তার স্থগিতাদেশ প্রত্যাহার করায় জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা দোয়া মোনাজাতের আয়োজন করেন।

উল্লেখ্য,গত ৮ এপ্রিল মিঠুর দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এউপলক্ষে তার সমথর্করা মটরসাইকেল শোভাযাত্রা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দলীয় কার্যালযে দোয়া মোনাজাত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও