উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

অক্টোবর ১৭ ২০২৫, ২১:০৬

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ইকবালকে দিনাজপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকায় সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে বিরামপুর থানায় রাখা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “দিনাজপুর জেলা পুলিশ সুপারের দফতর থেকে আমাদেরকে মৌখিকভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে তাকে বিরামপুর থানায় রাখা হয়েছে।”

ওসি আরও জানান, “এখনো পর্যন্ত উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় সূত্র দাবি করছে, ইকবাল অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তে তার আচরণ ও অবস্থান সন্দেহজনক হওয়ায় নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছে।

এই ঘটনার পর উজিরপুর ও আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এপর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও