বরিশাল মহানগর যুবলীগের জরুরী সভা
নভেম্বর ০৬ ২০২২, ১৯:৩৯

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ড গফুর সড়ক খান মঞ্জিলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ নেতাকর্মীরা।
এসময় জেলা পরিষদের সদস্য ইতালি শহিদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া, মানিক,সৈয়দ মেহেদী হাসান রোমান,রেজভি, ১৬নং ওয়ার্ড যুবলীগের নেতা রাফি জুয়েল, ২১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি বাব্বি,সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন,বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি / সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।