ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

নভেম্বর ০৬ ২০২২, ১৭:৪৫

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি ভবনের দ্বিতীয় তলার দুই ভাড়াটিয়ার মালামালও ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

আজ রোববার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর দেড়টার দিকে জামাল হোসেনের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার দোকানসহ পার্শ্ববর্তী আরো দু’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দোকানগুলোর পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় দুই ভাড়াটিয়ার মালামালও ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মালামালসহ দোকানগুলো ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।

জেলা প্রশাসক মো: জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও