নগরীর নথুল্লাবাদ থেকে (ছয়শত) পিস ইয়াবাসহ যুবক আটক
অক্টোবর ৩১ ২০২২, ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে(ছয়শত) পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩১অক্টোবর) দুপুর আনুমানিক দুই ঘটিকা সময় তাকে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা গামী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসতে আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে খোন্দকার জাফর আহমেদ, উপ-পরিদর্শক, মোঃ ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক, দীপংকর মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক, আব্দুল হামিদ,ইমাম হোসেন শামীম,মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃ হেলাল উদ্দিন সকলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে দেহ তল্লাশি করে (ছয়শত) পিস ইয়াবাসহ যুবকের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার মহিপুর থানার নাজিরপুর ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু ছত্তার জমাদ্দারের পুত্র মোঃ আঃ কুদ্দুস জোমাদ্দার (৩৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই ইশতিয়াক হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আ/ মাহাদী