বরিশাল জেলা বিএনপির ৩ নেতাকর্মী বহিস্কার
ডিসেম্বর ০৫ ২০২৩, ১৬:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলা বিএনপির তিন নেতাকে বহিস্কার করেছে দলটি। বহিস্কৃতরা হলেন- বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধা।
তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।