হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন

নভেম্বর ২৯ ২০২৩, ১৮:৪৮

হিজলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র হিজলা উপজেলায় উৎসব মুখর পরিবেশে দাখিল সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল -৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিক নির্বাচনের জন্য মনোনীত করেন কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে।

তাই বুধবার বেলা ২ টার সময় হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন মাননীয় প্রদানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক উপহার দিয়েছে।আমি নৌকা প্রতিকে মান রক্ষায় কাজ করবো।

তখন তিনি নেতাকর্মীদের উদেশ্য বলেন কোথায় কোনো সহিংসতা হলে দায় নিতে হবে ঐ নেতাকে।যারা অন্যায় কাজ করবে তাদের পাশে আমি নেই।তিনি আরো বলেন যারা অন্যায় কাজ করবে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য গত ১০ বছর বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পংকজ নাথ এই আসনে এম পি ছিলেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলাভঙ্গের ব্যাপক অভিযোগ উঠে।তাই গত বছর দলের সকল পদপদবী থেকে অব্যাহতি দেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতি থেকে তাকে বাদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও