কাতারের সংস্কৃতিকে সম্মান করতে হবে দর্শকদের

নভেম্বর ০৮ ২০২২, ১৬:৪৮

স্পোর্টস ডেস্ক :: মধ্য এশিয়ার কোনো মুসলিম দেশ হিসেবে প্রথমবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। বিশ্ব আসরের আয়োজনকে বাস্তবে রূপ দিতে দেশটিকে পশ্চিমা মিডিয়ার বাধার মুখে পড়তে হয়েছে বেশ কয়েকবার। কিন্তু সেসব বাধা শক্তভাবে মোকাবিলা করে সফল টুর্নামেন্ট আয়োজনের দিকে আগাচ্ছে কাতার।

চলতি মাসের শেষভাগে মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের এ ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে এখন থেকেই কাতারে পাড়ি জমাতে শুরু করেছেন বিভিন্ন দেশের দর্শকরা। বিদেশি দর্শকদের টিকিটের কোটাও ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে।

মঙ্গলবার কাতার বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশ্ব আসরের দায়িত্বপ্রাপ্ত সিইও নাসের আল খাতার। গুরুদায়িত্ব সামলানো এ সংগঠক জানিয়েছেন, কাতারের বিফুটবলশ্বকাপ নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই দর্শকদের মধ্যে। তবে বিদেশি দর্শকদের অবশ্যই কাতারের আঞ্চলিক সংস্কৃতিকে সম্মান জানাতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের সিইও।

‘আমাদের মূল ফোকাস এখন টুর্নামেন্টের দিকে। কিভাবে এটাকে সফলভাবে আয়োজন করা যায় সেটা নিয়েই ভাবছি আমরা।বিশ্বকাপের টিকিটের জন্য মোট ৪০ মিলিয়ন মানুষের আবেদন পেয়েছি। ইতোমধ্যে তিন মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে আর এটাই ছিল নির্ধারিত দর্শক সীমা। আমাদের এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু অবশ্যই আমাদের সংস্কৃতিকে সম্মান করতে হবে সকলকে।’

আগামী ২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের এ বিশ্ব আসরের পর্দা নামবে ডিসেম্বরের ২৮ তারিখ।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও