তদন্ত না করেই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ

সেপ্টেম্বর ৩০ ২০২৫, ১৮:২৯

বরিশাল ॥ জমি নিয়ে বিরোধের জেরধরে ফিলিং স্টেশনের সামনে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের দ্বন্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একপক্ষের রোষানলে চাঁদাবাজি মামলায় আসামি হয়েছেন এক সাংবাদিক।

থানা পুলিশ রহস্যজনক কারণে অভিযোগের তদন্ত না করেই মামলাটি এজাহারভূক্ত করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি সাংবাদিক মোল্লা ফারুক হাসান।

এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার।

নাটকীয় মামলার আসামি সাংবাদিক মোল্লা ফারুক হাসান গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজ পত্রিকা এবং সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় প্রতিনিধি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক হাসান অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের সামনে স্থানীয় হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝি গংদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানা পুলিশ। এরপর সেখানে আমি সংবাদ সংগ্রহের জন্য যাই। পরবর্তীতে পুরো ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।

ফারুক হাসান আরও বলেন-দুইপক্ষের ওই ঘটনাকে কেন্দ্র করে হারুন-অর রশিদ বেপারী তার প্রতিপক্ষ মো. হিরা মাঝিসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। সংবাদ প্রকাশের জেরধরে ওই অভিযোগের মধ্যে আমার নাম জড়িয়ে দেয়া হয়।

রহস্যজনক কারনে থানা পুলিশ ওই অভিযোগের কোন তদন্ত না করেই আমাকে আসামি করে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেন।

অভিযোগ করে সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে ঘটনার সময় থানা পুলিশ ওই ফিলিং স্টেশনে উপস্থিত থাকা সত্ত্বেও মনগড়াভাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক। মিথ্যে মামলা থেকে রেহাই পেতে তিনি (সাংবাদিক) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মামলার বাদি হারুন-অর রশিদ বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা সত্বেও তা বন্ধ পাওয়ায় কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

তদন্ত ছাড়া একজন সাংবাদিককে মিথ্যে অভিযোগে কেন আসামি করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, একটা মামলা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি এর সাথে কথা হলে তিনি সময়ের কন্ঠস্বরকে বলেন, পেট্রোল পাম্প নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং উভয় পক্ষ সংবাদকর্মীদের দিয়ে পক্ষে বিপক্ষে সংবাদ প্রকাশিত করিয়েছে। শুধু তাই উক্ত ঘটনাটি নিয়ে উভয় পক্ষ গৌরনদী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মনগড়া সংবাদিক প্রকাশিত করিয়েছে। একটি পক্ষ উক্ত ঘটনা নিয়ে প্রথমে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলাটির এজাহার দায়ের করা হয়। শুধু তাই নয় বিভিন্ন জায়গা থেকে ফোন আসে মামলাটি গ্রহনের জন্য। তবে মামলার মধ্যে এক সাংবাদিক রয়েছে বলে জানা গেছে। সাংবাদিক মোল্লা ফারুক যদি ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে তার কিছুই হবে না।

তিনি আরো বলেন, যে সাংবাদিক মোল্লা ফারুক তিনি আমার কাছে আসছিলো। তাকে আমি বলেছি আপনি যদি ঘটনার সাথে জড়িত না থাকেন, তাহলে আপনাকে পুলিশ খোঁজবেও না। এবং কি পুলিশ কোন ধরনের বিরক্ত করবেনা। আপনি নিশ্চিত থাকেন সেবিষয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) এর সাথে তদন্ত ছাড়া কেন মামলা এজাহার হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করার আগেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসার কারনে মামলাটি এজাহার হয়েছে।

অপরদিকে পুলিশী তদন্ত ছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এছাড়াও পৃথক বিবৃতিতে একই দাবি করেছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব, কালকিনি সাংবাদিক ফোরাম, আগৈলঝাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও