ফেসবুকে ভারত আছি দাবি করা ছাত্রলীগ নেতা সাভারে গ্রেপ্তার

এপ্রিল ০৪ ২০২৫, ১৮:২২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সাভারের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপানে ছিল সোহেল। নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভারতে আছেন বলে স্ট্যাটাস দেন তিনি। কিন্তু দেশে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন সোহেল।

তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেলকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৯টি মামলা রয়েছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সোহেল সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ ছিল। আওয়ামী আমলে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করতেন তিনি। হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও