ভোটার লিস্টের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি, যুবক নিহত

অক্টোবর ৩০ ২০২২, ১০:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ভোটার লিস্টের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারির ঘটনায় আহত হওয়া যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গত বুধবার দুপুরে ওই ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মিজান (১৮) পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোটার লিস্টের নাম লেখানো জন্য লাইনে দাঁড়ানো ছিল।

এ সময় পিছনে থাকা কাতিয়া গ্রামের দুদু মিয়া ছেলে লোকমান মিয়া (১৮) ও নয়াকসবা গ্রামের আরব আলীর ছেলে রুম্মান মিয়া (১৯) লাইনে থাকা মিজানকে ধাক্কা দেন।

এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে লোকমান ও রুম্মানসহ আরও কয়েকজন যুবক মিজানের ওপর হামলা করে। তখন দারা মিজানের মাথায় আঘাত দিলে তিনি অজ্ঞান হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে প্রথমে জগন্নাথপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেয়।

সেখানে ভর্তি না করায় মাউন্ট এডোরা হসপিটাল ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। গত তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল শনিবার সন্ধ্যার তিনি মারা যান।

এ বিষয়ে নিহত যুবকের চাচাতো ভাই সুমন মিয়া জানান, লোকমান ও রুম্মানসহ আরও কয়েকজন যুবক মিলে আমার চাচাতো ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমরা এখন জগন্নাথপুর থানায় আছি মামলা দায়ের করবো।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, গত বুধবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের বিএন উচ্চ বিদ্যালয়ের লাইনে দাঁড়ানো নিয়ে সমস্যা হয়েছি জেনে আমি সেখানে গিয়েছিলাম। আমি আসার পর এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ‘পাইলগাঁও ইউনিয়নের বিএন উচ্চ বিদ্যালয়ে আহত হওয়া যুবক হাসপাতালে মৃত্যু হয়েছে আমরা শুনেছি এখনো মরদেহ সিলেট আছে।

মরদেহ নিয়ে আসে নাই। তার পরিবারের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখনো মামলা হয়নি।’

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও