বোরহানউদ্দিনে কলা বাগান থেকে শিশুর লাশ উদ্ধার

নভেম্বর ২১ ২০২৪, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে মো: ইশরাক (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ইশরাক ওই ওয়ার্ডের মো: শেখ ফরিদ উদ্দিনে ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ইশরাক সকালে বাড়ির উঠানে খেলছিল। সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে পরিবারের লোকজন ইশরাকের লাশ বাড়ির পাশে কলা বাগানে পড়ে থাকতে দেখে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটির শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। কেউ শিশুটিকে হত্যা করে লাশ কলা বাগানে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও