মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা জনসভায় পরিনত

অক্টোবর ২৯ ২০২৪, ২৩:১০

ফয়সাল হাওলাদার,মেহেন্দিগঞ্জ:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংগঠনকে শক্তিশালীকরণের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে গণ-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ অক্টোবর) বিকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি মুহূর্তে জনসমুদ্রে পরিনত হয়। সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার। সভায় যুবদলের আহবায়ক মিজানুর রহমান মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব  আহমেদ সেলিম তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,  উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাইমুল ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক  শাহাদাত হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহামুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ফয়সাল হাওলাদার, কৃষক দলের আহবায়ক বাবুল পালোয়ান, শ্রমিক দলের সভাপতি নান্নু বকশি, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হাশেম রাঢ়ী, মৎস্যজীবি দলের আহবায়ক সৈয়দ শামীম, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মিল্টন চৌধুরী, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম চৌধুরী মিল্টন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন রাঢ়ী, যুগ্ম-আহবায়ক বাকের দেওয়ান।
প্রধান অতিথি গিয়াস উদ্দিন দিপেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বারবার জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। বিএনপি ভোটে বিশ্বাস করে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর  বিশ্বস্ত এবং পরিক্ষিত সৈনিক হিজলা-মেহেন্দিগঞ্জের বিএনপির গর্ব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এর নির্দেশ দলকে শক্তিশালী করতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। দেশের স্বৈরাচারের পতন হয়েছে বলেই আজ বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।
প্রধান বক্তা সালাউদ্দিন পিপলু বলেন, বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কোন দুষ্কৃতকারী যেন দলে ঢুকে বিশৃঙ্খলা না করতে পারে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করে ছিলো। আজ আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। গণমানুষের এইদল বিএনপি মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মাঝে থাকতে চায়। মামলা-হামলা এবং জেল জুলুম মোকাবেলা করে ওই ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করায় যুবদলের  আহবায়ক মিজানুর রহমান মাঝির প্রশংসা করেন। আলোচিত গোবিন্দপুর ইউনিয়নের নতুন চরের হাজারো একর জমি রেকর্ডিও মালিকদের বুঝিয়ে দিতে উপজেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও