লুকোচুরি ডলার বিক্রি নিয়ে
অক্টোবর ২৯ ২০২৪, ০৩:২১
ব্যাংক-সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিজার্ভ না বাড়ার অন্যতম কারণ কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে। যার ফলে রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। গত সেপ্টেম্বর মাসে আইএসএফের বেঁধে দেয়া ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ছিল ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। সে সময় লক্ষ্যপূরণ করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে রিজার্ভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরির বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা কল রিসিভ করেননি। এর আগে দীর্ঘ সময় অপেক্ষা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি।
গত ১৩ আগস্ট দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন করে ডলার সাপ্লাই দেবে না। তবে সে জায়গা থেকে সরে এসে চলতি মাসেও রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইতে ব্যাংকগুলোর কাছে ৬৭ কোটি ৮৬ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক; আগস্টে বিক্রি করেছে ১৭ কোটি ডলার আর সেপ্টেম্বরে বিক্রি করেছে ১১ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৫ কোটি ৯৬ লাখ মার্কিন ডলারের বেশি বিক্রি করেছে। আর শুধু চলতি অক্টোবর মাসের ২৭ তারিখ পর্যন্ত বিক্রি করেছে দুই কোটি ৯০ হাজার ডলার। অর্থাৎ প্রায় তিন মাসে (২৭ অক্টোবর পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ৯৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বিক্রি করেছে, যা (প্রতি ডলার ১১৭.৯৫ পয়সা হিসাবে) বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৫৫ কোটি টাকারও বেশি।
২০২৩-২৪ অর্থবছরে এক হাজার ২৭৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০২২-২৩ অর্থবছরের এক হাজার ৩৫৭ কোটি ৮২ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে ৭৬২ কোটি ১৭ লাখ ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৩ কোটি ৫০ লাখ ডলার, ২০১৯-২০ সালে ৮৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারি কাজে সার, জ্বালানি, খাদ্যসহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের আমদানি বিল পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ওই পরিমাণ ডলার বিক্রি করে।
এর মধ্যে সেপ্টেম্বরে ১০৬ মিলিয়ন ডলার, আগস্টে ১৭০ মিলিয়ন ডলার, জুলাইয়ে ৬৭৯ মিলিয়ন ডলার, আর গত অর্থবছরে ডলার বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিক্রি হয়েছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের ছিল সাত দশমিক ৬২ বিলিয়ন ডলার। এদিকে ২৭ অক্টোবর পর্যন্ত কারেন্সি সোয়াপের (আন্তঃবাজারের কেনাবেচা) মাধ্যমে ব্যাংকগুলো নিজেরা ডলার লেনদেন করেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরে ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করেছে ২৫ কোটি সাত লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ১০ কোটি ৫০ লাখ ডলার, আগস্টে এক কোটি ডলার আর সেপ্টেম্বরে আট কোটি ৮৫ লাখ ডলার লেনদেন করে। সূত্র-আমার সংবাদ