বরিশালের গণ সমাবেশ সফল করার লক্ষে শ্রমিকদলের লিফলেট বিতরন
অক্টোবর ২৯ ২০২২, ১৭:০৬
শামীম আহমেদ ॥ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সার সহ নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি দুঃশাষন, গুম, খুন বিচার বহিভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ সহ শহীদ নুরে আলম, শহীদ আব্দুর রহিম, শহীদ শাওন প্রধান, শহীদ শহীদুল ইসলাম শাওন ও শহীদ মোঃ আব্দুল আলিমের হতার বিচার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে বরিশাল নগরীর বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠান,পথচারী, ও বিভিন্ন যাবাহনের চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরন করেন মহানগর শ্রমিকদল আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার সকাল সাড়ে ১১ টায় মহানগর শ্রমিক দলের আয়োজনে ৫ই নভেম্বর বঙ্গবন্ধু উদ্যান বেলর্সপার্কের গণ সমাবেশে অংশ গ্রহন ও সফল করার আহবান জানিয়ে লিফলেট বিতরন করেন মহানগর শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, জাহিদুল কবির জাহিদ,মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, যুগ্ম আহবায়ক সুলতান শরীফ, অব্দুল খালেক, রেজাউল করীম মিরন,মোঃ হারুন অর রসিদ,শহীদ মোল্লা,আলি হোসেন, কাউসার হোসেন মনু সহ মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে তারা নগরীর ব্যাস্থতম সড়ক কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস স্টেশন, বরিশাল-ঢাকা-মহাসড়কের কাশিপুর সড়ক, জিয়া সড়ক সহ বিভিন্ন স্থানের যান-বাহন, পথচারি, ফুটপাতের ব্যবসায়িদের মধ্যে লিফলেট বিতরন করেন।