মদ খেয়ে প্রকাশ্য মাতলামি যুবকের কারাদণ্ড

জুলাই ১৪ ২০২৪, ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্য মাতলামি করার দায়ে যুবক মোহাম্মদ সুমনকে (২৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় তাঁকে ২০০ টাকা জরিমানাও করা হয়।আজ রোববার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর রেল লাইন সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত ওই যুবক মাতলামিসহ জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এমন খবর পেয়ে কুমিরার রহমতপুর রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নেশাগ্রস্ত ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়ার পর তাঁকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও