বরিশালে বৈদ্যুতিক ব্যবসায়ীদের নিয়ে বিআরবি কেবলস’র সমাবেশ
অক্টোবর ২৯ ২০২২, ১৬:২৮
বিআরবি একটি আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক কেবলস ও ফ্যান উৎপাদনকারী প্রতিষ্ঠান। গুনগত মানে দেশ সেরা বিআরবি কেবলস। বাংলাদেশের শিল্পখাত তথা জাতীয় অর্থনীতিতে ব্যপক ভূমিকা রেখেছে বিআরবি কেবলস। বরিশালে বৈদ্যুতিক ব্যবসায়ী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিআরবি কেবলস’র জিএম (মার্কেটিং) আব্দুল কাদির। সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক ও শহীদ আবদুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, এ জি এম (মার্কেটিং) সোহেল রানা, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মো. হাফিজুর রহমান।
ব্যবসায়ীদের মধ্যে বরিশাল ইলেকট্রিকব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক শাওন শেরওয়ানী, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মো. জালাল আহমেদ প্রমুখ।
কোম্পানী কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বরিশাল বিক্রয় কেন্দ্রের উদ্যোগে বরিশালে বৈদ্যুতিক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বরিশাল বিক্রয় কেন্দ্রের আওতাধীন, বরিশাল সদর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, বাকেরগঞ্জ, বানারীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার তিন শতাধিক ব্যবসায়ীদের নিয়ে বরিশাল নগরীর অভিজাত একটি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন দীর্ঘ ৪৪ বছর অতিক্রম করেছে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। বাংলাদেশের বৈদ্যুতিক শিল্পখাতে বিআরবি একটি জনপ্রিয় নাম। আমদানির পরিবর্তে নিজস্ব কারখানায় কেবল উৎপাদনের মাধ্যমে বিআরবি স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিল্পায়নের ধারায় নতুন মাত্রা যোগ করে।
ফলে বাংলাদেশ এখন কেবল উৎপাদন শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ ক্ষেত্রে বিআরবি পথিকৃৎ ভুমিকা পালন করছে। তবে শুরু থেকে বিআরবি’র পথ চলা অতটা মসৃণ ছিল না। নানা ছড়াই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসে পৌঁছেছে।
১৯৭৮ সালের ২৩ অক্টোবর মো. মজিবুর রহমান কুষ্টিয়া শহরের পাশেই বিআরবি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠা করেন। এরপর সফলতার সিড়ি বেয়ে একের পর এক গড়ে তোলেন তিনি আরো চারটি শিল্প প্রতিষ্ঠান।
বিআরবি’র শুরুর ইতিহাসটা ছিল দূর্গম, তবে সে সময় বাজার দখলের এত তীব্র প্রতিযোগিতা ছিল না। আর এখন বাজার দখলের চরম প্রতিযোগিতা সত্বেও ৪৪ বছরের দীপ্ত যৌবনে বিআরবি বিশ্ব জয়ের তীব্র নেশায় ছুটে চলেছে নিরন্তর। বয়ে এনেছে সাফল্যে। বিআরবি গ্রæপ মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। মেরিন কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আমদানি বিকল্প এক্সট্রা হাইভোল্টেজ কেবলসহ বিশ্বমানের পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি যে সুখ্যাতি অর্জন করে চলেছে, তা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।
আলোচনা সভা শেষে সেরা বিক্রেতা মৌ ইলেট্রনিক্স, বাদল ইলেকট্রিক, আজাদ ইলেকট্রিক, জেমিনি ইলেকট্রিক, ভেনাস ইলেকট্রিক, জনতা ইলেকট্রিক, ও তাহা ট্রেডার্সকে ক্রেষ্ট, সাটিফিকেট ও গিফট প্রদান করা হয়।