বরিশালে উদযাপিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে

অক্টোবর ২৯ ২০২২, ১২:৫৩

নিজস্ব প্রতিবেদক: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। আজ শনিবার (২৯ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ উপলক্ষে সকাল সোয়া ৯টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন স্তরের সদস্য এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা।

সকাল ১০টায় পরে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড . মোঃছাদেকুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন হায়দার।

কমিউনিটি সমাবেশ শেষে পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

এক্সক্লুসিভ আরও