বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

অক্টোবর ২৯ ২০২২, ১২:১৪

রিপন রানা:: বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৯ ঘটিকা সময় তাকে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টারের বিপরীতে রাস্তার উপর একটি ঢাকা গামী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসতে আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের একটি টিম অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবাসহ যুবকের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী কাশীপুর ২৯ নং ওয়ার্ড ইছাকাঠি এলাকার বাসিন্দা মোঃ আঃ গনি রাঢ়ীর পুত্র মোঃ আরিফ হোসেন (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে এয়ারপোর্টে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও