বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯২ হাজার ২৭৮ জন

অক্টোবর ২৯ ২০২২, ১০:৪৬

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ৬৩ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৭৮ জনের।

শনিবার (২৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ২৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৭৮ জনের।

এছাড়া সুস্থ হয়েছে ৬১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৮৪৯ জন।    দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৯৮৩ জন। মারা গেছেন ৫ লাখ ২৮ হাজার ৯৯৯ জন।

বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও