ইয়াবাসহ ভূমি অফিসের পিয়ন আটক
ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাগুরার শালিখা থানা পুলিশের এসআই অনুপম, এএসআই আরিফ হোসেন ও এএসআই আব্দুল গনি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সিংড়া বাজার থেকে সঞ্জয় বিশ্বাস(৩৬) নামের এক সরকারি কর্মচারীকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করেছে।
আটক কৃত আসামী শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ী গ্রামের সুধাংশু বিশ্বাসের ছেলে। সে মাগুরার মহম্মদপুর উপজেলার ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত আছেন।আটককৃত সঞ্জয় বিশ্বাসকে ৩০পিচ ইয়াবাসহ আটকের বিষয় শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন নিশ্চিত করেছেন। এব্যাপারে শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।