প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী

ফেব্রুয়ারি ১১ ২০২৪, ১৬:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে ছুটে এসেছেন ফ্রান্সিসকো নামের এক তরুণী। তার প্রেমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছেলে বিল্লাল হোসেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিল্লাল হোসেনের সঙ্গে বিয়ে হয় ফ্রান্সিসকোর। বর্তমানে তারা বন্দরেই সংসার করছেন।

পরিবারের সদস্যরা জানায়, আট বছর আগে কাজের জন্য আফ্রিকা যান বিল্লাল। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এর কিছুদিনের মাথায় বিল্লালকে চমকে দিয়ে নারায়ণগঞ্জে চলে আসেন ফ্রান্সিসকো। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মনি হোসাইন।

বিল্লাল হোসেন বলেন, ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি বাংলাদেশে চলে এলে সেও চলে আসবে। সম্প্রতি আমি দেশে ফিরে এলে কয়েকদিন পর সেও বাংলাদেশে চলে আসে। ফ্রান্সিসকো বলেন, বিল্লালের খুব ভালো ছেলে। তার পরিবারের সদস্যরাও আমাকে খুব স্নেহ করেন। আমি মুগ্ধ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও