শিক্ষা প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠনের দাবিতে বরিশালে মানববন্ধন
ফেব্রুয়ারি ১০ ২০২৪, ১৮:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার জড়িতদের কঠোর বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম ও অর্থ-সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ। বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের ঘটনার জড়িতদের কঠোর বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান।