ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফিলিস্তিনি মুসলমানদের জন্য ইজতেমা ময়দান থেকে সাহায্য তুলেছে একটি সেবা ফাউন্ডেশন। রোববার আখেরি মোনাজাতের পর বিশ্ব ইজতেমার বিভিন্ন পয়েন্টে এ সাহায্য তোলা হয়। জানা গেছে, বিশ্ব ইজতেমার প্রায় ৫০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মীরা ঘরমুখো মুসল্লিদের কাছ থেকে সাহায্য তোলেন। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের প্রথম গেটের সামনে টঙ্গী-কামারপাড়া সড়কে চাদর পেতে কর্মীরা ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সাহায্য করেন।

হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মী যুবায়ের আহমেদ যুগান্তরকে বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকে। তাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে সব ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কামনা করছি।

অন্য কর্মী কাউছার আহমেদ, হাসেন মিয়া, নাইম ইবনে রেহান বলেন, আমরা সবাই শিক্ষার্থী ও হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কর্মী। আমরা ইজতেমার বিভিন্ন পয়েন্টে সাহায্য তুলছি। এ সাহায্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের জন্য প্রেরণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও