পিরোজপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১৬:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দবির শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আকাশকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ এম শাহীন।

আসামি দবির শেখ ওরফে আকাশ কোটালিপাড়া থানার বানারঝর গ্রামের আনোয়ার শেখের ছেলে। আল-আমীন শেখ ওরফে মুন্না কোটালিপাড়া থানার রগুনাথপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। অভিযুক্ত অন্যতম আসামি মুন্না পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আকাশ একটি মুরগির খামারে কাজ করত।

পাশের একটি গ্রামের মেয়ের সঙ্গের প্রেমের সম্পর্ক গড়ে তোলে আকাশ। মামলার অন্য আসামি মুন্না প্রায়ই আকাশের কর্মস্থলে আসা–যাওয়া করত। এ সুবাদে মুন্নাও কৌশলে মেয়েটির ফোন নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মুন্না মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে আকাশের কর্মস্থলে নিয়ে যায়। পরে দুজনে মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আমীন জানান, আমরা ঘটনাটির সত্যতা পেয়েছি। আসলে মেয়েটি খুবই সরল। তাকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে মুন্না এবং আকাশ মিলে ধর্ষণ করেছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ এম শাহীন জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মুন্না এবং আকাশকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আকাশকে গ্রেপ্তার করে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও