বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন হয়েছে। শনিবার রাতে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের ইনডোরে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
বিএমপির বিভিন্ন থানার পৃথক ভেন্যুতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আলী আশরাফ ভূঁঞা, কমিউনিটি পুলিশিং ফোরাম বরিশাল মেট্রোপলিটনের সভাপতি প্রফেসর স. ম. ইমানুল হাকিম ও সাধারণ সম্পাদক বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্যান্যরা। এবার কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকার ৩৮টি টিম, বন্দর থানা এলাকার ৩৬টি, কাউনিয়া থানা এলাকার ২৪টি এবং এয়ারপোর্ট থানা এলাকার ৪৫টি টিমসহ মোট ১৪৩টি টিম অংশগ্রহন করছে।