ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অক্টোবর ২৯ ২০২২, ০০:৪৩

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া ফের দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির উপকূলীয় এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজকের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে উত্তর কোরিয়া অন্তত চারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্যাংওন প্রদেশের তংচন এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তংচন এলাকাটি আন্তঃ কোরিয় সীমান্ত এলাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

চলতি বছর উত্তর কোরিয়া যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার যেকোনোটির চেয়ে এ স্থাপনাটি দক্ষিণ কোরিয়ার নিকটবর্তী।

জাপান সরকারও উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি বলেছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপান সাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও