বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান

নভেম্বর ২৯ ২০২৩, ২০:১১

বাকেরগঞ্জ প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চুন্নু পদত্যাগ করার পরে উপজেলা পরিষদের ১নং ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ২৮ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি স্মারকে মিজানুর রহমান মিজানকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব দেয়া হয়।

জানা যায়, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চুন্নুু পদত্যাগ গ্রহণ করেন। বরিশাল ৬ আসনে সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে তিনি পদত্যাগ গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে চায় ক্ষমতাসীন দলটি। বিএনপি এখন পর্যন্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। ফলে অংশগ্রহণমূলক ভোট করতে স্বতন্ত্র প্রার্থী রাখার বিষয়ে উদার নীতিতে আওয়ামী লীগ।

আর সেজন্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শামসুর আলম চুন্নু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়া চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের জনগণের ভোটে তিনবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন শামসুল আলম চুন্নু।

তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাই মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  

এক্সক্লুসিভ আরও