সিসি ক্যামেরা বন্ধ করে থানা থেকে মদ চুরি পুলিশের

নভেম্বর ১৯ ২০২৩, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মোট ৪৮২ বোতল মদ জব্দ করে থানায় রাখা হয়েছিল। এর মধ্যে ১২৫টি মদের বোতল চুরির করার অভিযোগ উঠল থানারই এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলদের বিরুদ্ধে। থানার সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তারা এসব মদের বোতল সরিয়ে নেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুজরাতের মহিসাগর জেলার। এক পাচারকারী থেকে ৭৫টি পাখা এবং ৪৮২ বোতল মদ জব্দ করে পুলিশ, আর তা রাখা ছিল বাকোর থানায়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পিএস ভালবি জানান, জব্দ করা মালামাল যেখানে রাখার কথা ছিল, সেই স্থানটি আগে থেকেই ভর্তি হয়ে গিয়েছিল। তাই খালি থাকা নারীদের লকআপে তা রাখা হয়েছিল। সম্প্রতি লকআপ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় কয়েকটি ভাঙা বোতল পড়ে আছে। তাতেই পুলিশের সন্দেহ হয়।

ডিএসপি বলেন, তদন্তের মাধ্যমে জানা যায়, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের নেতৃত্বে ওই মদ চুরির পরিকল্পনা হয়েছিল। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তারা পাঁচ জন মিলে বোতল সরান। এ সময় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় থানার সিসিটিভি ক্যামেরা। এ ঘটনায় থানার বাইরের একজনও জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তিনি পলাতক। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও