ভোলায় মিধিলির তাণ্ডবে বিধ্বস্ত দুই শতাধিক ঘর, নিখোঁজ ১

নভেম্বর ১৭ ২০২৩, ১৯:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন বাচ্চু নামের এক জেলে। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, ঝড়ের কবলে পড়ে ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, ঝড়ের কবলে পড়ে মেঘনার চর রায়হান এলাকায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে ২ জন জীবিত উদ্ধার হলেও বাচ্চু নামের একজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় ফসল ও ব্রিক ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া মনপুরায় মাছ ধরার দুটি জেলে নৌকা ডুবলেও কোস্টগার্ডে ৩ জনকে জীবিত উদ্ধার করেছেন। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঝড়ে কিছু কিছু স্থানে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এদিকে শঙ্কা কেটে যাওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভোলার উপকূল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও