মেঘনা নদীতে গ্রিন লাইনের ধাক্কায় ট্রলার ডুবি

অক্টোবর ২৮ ২০২২, ১৭:৪২

ভোলা প্রতিনিধি ‍॥ ভোলার মেঘনা নদী অংশে গ্রেন লাইন ওয়াটার বাসের ধাক্কায় একটি নোঙর করা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মেঘনার ইলিশা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলে আবু তাহের, রহমান ও জসিম।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা যে প্রান্তে ছিলেন, সেদিক দিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে গ্রিন লাইনের একটি ওয়াটার বাস। জলযানটি ঘোরানোর সময় পেছনে থাকা ট্রলারটিতে ধাক্কা লাগে। এতে সেটি নদীতে ডুবে যায়।

মালামালসহ ট্রলারটির ডুবে গিয়ে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আহতরা। ট্রলারটির স্বত্বাধিকারী জনতা বাজার এলাকার সালাউদ্দিন মাঝি।

ইলিশা বিশ্বরোড ঘাটের আড়ৎদার মো. আলাউদ্দিন বলেন, গ্রিন লাইনের বাস যেহেতু ট্রলারটিকে ধাক্কা দিয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। মাছ শিকারিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনার বিষয়টি জেনেছে গ্রিন লাইন। নদী পথের পরিবহন সংস্থাটির সেলসম্যান সাইফুল্লা বলেন, বিষয়টি শুনেছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানিয়েছে, দুর্ঘটনার ব্যাপারে তারা অভিযোগে পেয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও