রাস উৎসবে নৃত্য শেষে মারা গেলেন শিল্পী
নভেম্বর ০৯ ২০২২, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাস উৎসবে দোহার নৃত্য শেষে মারা গেলেন পুর্নচন্দ্র সিংহ (৬০) নামে এক শিল্পী। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপে এ ঘটনা ঘটেছে।
পুর্নচন্দ্র সিংহ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিপুরি সম্প্রদায়ের গান ও নৃত্যর প্রশিক্ষক।
মনিপুরি মহারাসলীলা সেবা সংঘের অন্যতম সদস্য শ্যামসুন্দর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুর্নচন্দ্র সিংহ একজন ভালো মানের প্রশিক্ষক ও নৃত্য শিল্পী ছিলেন।
তিনি রাতে দোহার নৃত্য পরিবেশনার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আ/ মাহাদী