যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পিছিয়ে বাইডেন

নভেম্বর ০৯ ২০২২, ১০:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। তবে ডাকযোগে ভোটের কারণে পূর্ণ ফল আসতে আরও সময় লাগবে।

এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদের ফলে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। এভাবে এগোতে থাকলে এখানে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১০০টি আসনে জয় পেয়েছে ডেমোক্রেটরা। বিপরীতে রিপাবলিকানদের জয় ১৫৮টিকে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

অন্যদিকে সিনেটে এখন পর্যন্ত কাছাকাছি অবস্থান করছে দুই দল। ১০০টি আসনের মধ্যে ডেমোক্রেটদের জয় ৪১টিতে আর রিপবালিকানদের ৪৩টি। তবে মধ্যবর্তী নির্বাচনে ৩৫টি আসনের ওপর ভোটগ্রহণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন।

সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও