তুরুপের তাস হতে পারেন শাদাব

নভেম্বর ০৯ ২০২২, ০৯:৩৭

স্পোর্টস ডেস্ক :: সব ফর্ম্যাটে সম্প্রতিক পাকিস্তান দলের সাফল্য নির্ভর করত বাবর-রিজওয়ান জুটির ওপরে। তবে চলতি টি-টোয়েটি বিশ্বকাপে এ ধারনা বদলে গেছে। বিশ্বকাপে বাবর ব্যাট হাতে ব্যর্থ। রিজওয়ান রান পেলেও পরিচিত ছন্দে নেই।

অন্যদিকে বোলাররা বরাবর নির্ভরতা দেন পাকিস্তানকে। এবারও তার অন্যথা হয়নি। শাহিন আফ্রিদি শুরু থেকে তার কারিশমা দেখাচ্ছেন। হ্যারিস রউফ, মুহাম্মদ ওয়াসিমরাও যোগ্য সঙ্গ দিচ্ছেন তাকে।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন শাদব খান। বড় মঞ্চের প্লেয়ার শাদব দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রায় প্রতি ম্যাচে উইকেট তো নিচ্ছেনই, ব্যাট হাতেও ভালো পারফর্ম্যান্স করছেন। তাছাড়া সিডনির বাইশগজে স্লো বেলাররা বিশেষ সুবিধা পেতে পারে। সেকারণেই নিউজিল্যান্ডকে চমকে দিতে পারেন শাদব।

শাবদ এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ১০টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে একেবারে প্রথম ম্যাচে উইকেট পাননি তিনি। তবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ৩টি করে উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে তুলে নেন ২টি করে উইকেট। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝোড়ো হাফসেঞ্চুরিও করেন শাদব।

শাহিন আফ্রিদি ৫ ম্যাচে সাকুল্যে ৮টি উইকেট নিয়েছেন। ভারত ও জিম্বাবুয়ের বিরুদ্ধে যে ২টি ম্যাচ পাকিস্তান হেরে যায়, সেই ২টি ম্যাচে কোনো উইকেট পাননি শাহিন। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ও বাংলাদেশের বিরুদ্ধে ৪টি উইকেট দখল করেন তিনি।

রিজওয়ান ৫ ম্যাচে ১০৩ রান সংগ্রহ করলেও তার স্ট্রাইক-রেট মোটে ১০০। অর্থাৎ, ১০৩ বল খেলে তিনি ১০৩ রান সংগ্রহ করেছেন। বাবর আজম ৫ ম্যাচে সাকুল্যে সংগ্রহ করেছেন ৩৯ রান।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও