বরিশালসহ দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা

নভেম্বর ০৯ ২০২২, ০৯:২২

ডেস্ক প্রতিবেদক: শীত ঘনিয়ে আসার সঙ্গে সম্নগে বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এ সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, আগামী সপ্তাহে সারা দেশের তাপমাত্রার আরও কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮, রাজশাহীতে ১৭.৮, রংপুরে ২২.২, ময়মনসিংহে ২০.৫, সিলেটে ২১.৬, চট্টগ্রামে ২২.৯, খুলনায় ২১ এবং বরিশালে ১৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও