দুটি পোয়া মাছের দাম ৮ লাখ টাকা!
নভেম্বর ০৮ ২০২২, ২০:১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের সেন্টমার্টিনের জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে দুটি পোয়া মাছ। আজ মঙ্গলবার সকালে সেন্টমার্টিন সাগর উপকূলে ধরা পড়া মাছ দুটির ওজন সাড়ে ৫৫ কেজি। প্রথমে জেলে আব্দুল গণি মাছ দুটির দাম ১৫ লাখ টাকা হাঁকালেও পরে কক্সবাজারে মাছ দুটি আট লাখ টাকায় বিক্রি হয়।
জেলে আবদুল গনি বলেন, ‘আজ ভোরে আমরা পাঁচ জেলে নৌকায় করে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাই। ভোরে দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় সাগর থেকে জাল তুললে দুটি বড় পোয়া মাছ ধরা পরে জালে। মাছ দুটি নিয়ে দ্বীপের জেটিঘাটে ফিরে আসার পর অনেকে কিনতে আগ্রহ দেখায়।
কিন্তু উপযুক্ত দামের আশায় মাছ দুটি কক্সবাজার নিয়ে যাই আমরা। সেখানে আট লাখ টাকায় একজন ক্রেতা মাছ দুটি কিনে নিয়েছেন।’
তিনি আরও জানান, ‘আমার জালে গত ২০১৮ সালের ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি বিক্রি করে ১০ লাখ টাকা পেয়েছিলাম। এ ছাড়াও ২০২০ সালে ধরা পড়া একটি পোয়া মাছ বিক্রি করি ৬ লাখ টাকায়। আজ আবারও তৃতীয়বারের মতো জোড়া পোয়া মাছ ধরা পড়েছে।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় সেটিকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।
আ/ মাহাদী