বরিশালে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
নভেম্বর ০৮ ২০২২, ১৮:১৭
নিজস্ব প্রতিবেদক ॥ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইনস্টিটিউট অব হেলর্থ টেকনলোজি (আইএইচটি)তে পৃর্থক ভাবে পালিত হলো বিশ্ব রেডিওগ্রাফি দিবস।
মঙ্গলবার ক্যাম্পাস গুলোতে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ স্মরজিৎ কুমার মন্ডলের নেতৃত্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করেন। র্যালীতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) ডাঃ এস এম মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন ডাঃ হাওয়া আক্তার, ডাঃ বর্ণালী দেবনার্থ ও ডাঃ সামস্ ই জাহান সনিয়া, বিএআরআইটি’র জেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা সেলিম, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ বাবুল আক্তার, জয়ন্ত কুমার নট্র, মোঃ তওহিদুল ইসলাম, সুবোধ রঞ্জন মণ্ডল, মোঃ তৈয়ব আলী শরীফ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শাহজালাল শাহীন, ফেরদৌসি প্রমুখ।
এদিকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষ্যে বরিশাল ইনস্টিটিউট অব হেলর্থ টেকনলোজি’র শিক্ষার্থীতের অংশ গ্রহনে সকাল ১০ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে একটি র্যালী বেড় হয়। র্যালীটি ইনস্টিটিউট অব হেলর্থ টেকনলোজি’র ক্যাম্পাসে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০ টায় ইনস্টিটিউট অব হেলর্থ টেকনলোজি’র একডেমি ভবনের হল রুমে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব হেলর্থ টেকনলোজি’র অধ্যক্ষ ডাঃ মানষ কৃষ্ণ কুন্ডু।
সভায় প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ স্মরজিৎ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেন উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের মেডিকেল অফিসার ডাঃ হাওয়া আক্তার, ডাঃ বর্ণালী দেবনার্থ ও ডাঃ সামস্ ই জাহান সনিয়া।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএআরআইটি’র জেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা সেলিম, মেডিকেল টেকনোলজিষ্ট সুবোধ রঞ্জন মণ্ডল, মোঃ বাবুল আক্তার, জয়ন্ত কুমার নট্র, মোঃ তওহিদুল ইসলাম, মোঃ তৈয়ব আলী শরীফ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শাহজালাল শাহীন, ফেরদৌসি। আলোচনা সভায় বক্ত্যারা সরকারি কিংবা বে-সরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজিষ্ট’র যথাযোগ্য সন্মান ও সন্মানীর দাবী জানান।