বরগুনায় গণপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
নভেম্বর ০৮ ২০২২, ১৮:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণপ্রকৌশল দিবস-২২ উপলক্ষে বরগুনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটে আইডিইবি কার্যালয়ে জেলা সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’ বিষয়ের উপর আলোচনা করেন মো. আলতাফ হোসেন, উপাধ্যক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, মজিবুল হায়দার, সহ-সভাপতি, মেনিক, বরগুনা, শহিদুল ইসলাম (অব.) নির্বাহী প্রকৌশলী, পাউবো, মো. রুহুল আমিন, ছাত্রবিষয়ক সম্পাদক, আইডিইবি, মহসিন খান, সভাপতি, আইডিইবি, বেতাগী, আবু সিনহা, সভাপতি, ইউকল, পৌর সভার কাউন্সিলর রইসুল আলম রিপনসহ প্রকৌশলী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার প্রধান প্রযুক্তির প্রসারে সকল ক্ষেত্রে প্রকৌশলীদের গুরুত্ব দেওয়ায় আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এখন প্রকৌশল আর বিজ্ঞান প্রযুক্তি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সকল সীমাবদ্ধতা অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রকৌশলী নেতৃবৃন্দ।
আ/ মাহাদী