লালমোহন থানা পরিদর্শনে শিক্ষানবীশ ১২ সহকারী পুলিশ সুপার
নভেম্বর ০৮ ২০২২, ১৭:৫০
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন থানা পরিদর্শন করেছেন শিক্ষানবীশ ১২ সহকারী পুলিশ সুপার। মঙ্গলবার দুপুরে শিক্ষা সফরের অংশ হিসেবে লালমোহন থানায় আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
পরে থানার বিভিন্ন কার্যক্রম পুলিশের এসকল কর্মকর্তাদের জ্ঞাতার্থে তুলে ধরেন তিনি। পুলিশের এই ১২ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে ৩৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচে প্রশিক্ষণরত আছেন।
লালমোহন থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চরফ্যাশন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুম, সহকারী পুলিশ সুপার মো. রুহুল ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ আরো অনেকে।
আ/ মাহাদী