বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালন
নভেম্বর ০৮ ২০২২, ১৭:২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ক্লাব রোডে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটির উদ্যোগে কেক কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে আইডিইবির ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আইডিইবি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি মো. মিজানুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন তালুকদারসহ আইডিইবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আইডিইবি কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।
আলোচনা শেষে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ক্লাবে রোডের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।
আ/ মাহাদী