পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
নভেম্বর ০৮ ২০২২, ১৭:১৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সদর থানার এস আই বিপুল কুমার হালদার জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রাস্তার পাশের নালা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত ওই ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ওই যুবকের বয়স ২৬-২৭ বছর। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
আ/ মাহাদী