এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ দগ্ধ ৫

নভেম্বর ০৭ ২০২২, ২১:২৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কবি ও গায়ক এস এ শামীমের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শামীম, তার ছেলে ও নাতিসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সেই বাড়িতে গান রেকর্ডিংয়ের স্টুডিও রয়েছে। সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় মোট ৫ জন দগ্ধ হয়েছে বলে জেনেছি।

এদের মধ্যে দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও